আমার মন ভালো নেই--- মন--- তোমার মন খারাপ হলে কি করো স্বপ্ন? একা ঘরের কোনে মাথার উপর হাত রেখে চোখ বুজে শুয়ে থাকো, নাকি হেঁটে বেড়াও হট্টগোলের রাস্তা ধরে? কখন মন খারাপ হয় তোমার? ঘরের মাঝে বন্দি হলে নাকি উন্মাদনায় উড়ে যাবার সময় হঠাত ছুটি ফুরিয়ে গেলে? ছুটি---- কতোদিন পাইনা ছুটি।। অবসরেও ভিড় ঠেলে দেয় [ বিস্তারিত ]