ভেবেছো কি , দূরে দূরে, মেঘে মেঘে আড়াল করে থাকবে, আর অমনি আমি তোমায় ভুলে যাবো, কতটা আলোকবর্ষ পেরিয়ে, ধুলো,কণার পথে গ্রহানুর ধাক্কা খেতে খেতে তোমার আলো পায়,তুমি কি তা জানো? হয়তো জানো ... হয়তো আবার,না জানার ভান কর, আকাশ যে কত বড় অন্ধ কান কালা,বলতো… জেনে শুনে ঝড় নেয়,জেনে শুনে ধমক খায়, জেনে শুনে [
বিস্তারিত ]