সম্পর্ক
তোমার যত জ্বর, আমার তত কাশি
এই টানাপোড়েনের সম্পর্ক বড্ড ভালবাসি
বালু ঘড়ি
আহা বেঁচে আছি, হয়ে বালু ঘড়ি
ঝর ঝর ঝর, সময় দিচ্ছে পাড়ি
কল্পনার আকাশে
হাতের মাঝে ধরে আছি কাগজের উড়জাহাজ
কল্পনার পাখি আমি, কোন আকাশে উড়ি আজ
কাঠ পেন্সিলে শৈশব
কাঠ পেন্সিলেই এঁকে ফেলা যায়, আঁকো
শৈশবের ফেলে আসা নদী আর সাঁকো।
নদীশোষন
নদীগুলো ভাগ হয়ে গেলে নাব্যতা কোন ভাগে যাবে ?
এই ভাগ হবে মরু! ঐ ভাগ স্বার্থপর সবুজ ফলাবে।
সুন্দরবন
সুন্দরবন উজাড় করে কেন হে তুমি বানাবে অগ্নি-বিদ্যুতের খোয়াড়
মনে রেখ ছিপছিপে নদীটির কথা, ভুলো না তার ভাটা আর জোয়ার।
১৩টি মন্তব্য
বনলতা সেন
অদ্ভুত সুন্দর ছন্দে লেখা ।
এগুলোকে কি ছড়া বলব ?
আপনার প্রথম লেখায় প্রথম মন্তব্য করলাম , মনে থাকে যেন ।
অদ্ভুত শূন্যতা
হুমম ছড়া বলা যেতে পারে আরো স্পষ্ট ভাবে বললে ‘ছন্নছাড়া ছড়া’। মুগ্ধ হয়েছি মন্তেব্যে। আর সোনেলাতে লেখা আমার প্রথম ব্লগে প্রথম মন্তব্যটি আপনার, না চাইলেও মনে থাকতো, আর এখনতো মনে রাখা কৃতজ্ঞতার পর্যায়ে পড়লো। ভালো থাকবেন, কথা হবে-অক্ষরে অক্ষরে।
আদিব আদ্নান
ছন্দে ছন্দে লেখা আপনার প্রথম পোষ্টটি পড়ে
আনন্দিত হলাম ।
অদ্ভুত শূন্যতা
ছন্দ আমার যাপিত জীবনের প্রতিফলন। এ জীবনে ছন্দপতনের শব্দও কম নয়। যাই হোক, ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম
দুই লাইনেই এতটা প্রকাশ করা যায় ধারনা ছিল না
অনেক ভালো লাগেছে ।
অদ্ভুত শূন্যতা
ফেসবুকের দেয়ালে সোনেলাম বিজ্ঞাপন আমাকে আকৃষ্ট করে। সোনেলাকে নিয়ে আপনার লেখা ‘মুখবন্ধ’ ভালো লেগেছিল। প্রায় সবগুলো জনপ্রিয় বাংলা ব্লগ এখন (আপাতদৃষ্টিতে) কুরুচির কুরুক্ষেত্র, জঞ্জালে ভর্তি। সে তুলনায় সোনেলা নিঃসন্দেহে আমার জন্যে যথেষ্ট নির্জন এবং উপভোগ্য বিচরন ক্ষেত্র। আপনার লেখা ফেসবুকেতো পড়িই। এবার সোনেলাগোত্রের সদস্য হলাম। আশা করি কিছু ভালো সময় ও সঙ্গে কাটবে আমার আগামী।
জিসান শা ইকরাম
আন্তরিক এবং সর্বাত্মক চেস্টা থাকবে সোনেলা এমনি কুরুচির কুরুক্ষেত্র, জঞ্জাল এবং মুক্ত রাখার । অসুন্দর , অরুচিকর কোন কিছুর বিষয়ে সামান্য ছাড় দেয়া হবেনা ।
একান্ত নিজের সাইট ভেবে নির্ভাবনায় লিখতে থাকুন । এখানে প্রথম থেকে আজ অবধি যারা আছেন , সবাই অত্যন্ত আন্তরিক এবং নির্ভেজাল ।
অবশ্যই ভালো সময় কাটবে ।
শুভকামনা ।
প্রজন্ম ৭১
অসাধারন । মুগ্ধ হলাম আপনার দুইলাইনের পরিপাটী এবং সুন্দর সংসার দেখে । -{@
অদ্ভুত শূন্যতা
ধন্য হলাম, ভাব ও ভাবনা ভাগাভাগি হবে নিশ্চয়ই, আমাদের সম্মিলিত আগামীতে!!
শিশির কনা
অদ্ভুত শূন্যতা নামটির মতই সুন্দর আপনার লেখা -{@ (y)
অদ্ভুত শূন্যতা
আমি আমার শূন্যতার মতই অদ্ভুত। ধন্যবাদ অনুপ্রেরানাময় মন্তব্যের জন্যে। ভাল থাকবেন, সমস্ত শিশির কনা নিয়ে, থাকবেন শিশির কনার মতই শুদ্ধতায়।
ছাইরাছ হেলাল
স্বাগতম সোনেলায় ।
আপনার অদ্ভুত সুন্দর লেখাগুলোকে কি শের বলা যায় ।
নিয়মিত লিখবেন , আমি পাঠক থাকব নিয়মিত ।
অদ্ভুত শূন্যতা
নাহ বোধ হয়, শের এর বিষয় বস্তু আরও নিগূঢ়, আরও গহীন। সেই তুলনায় আমার পদ্য একান্ত ছেলেমানুষিতে পূর্ণ। ধন্যবাদ মন্তব্যের জন্যে।