দণ্ডপ্রাপ্ত সুখগুলো অবিরত গেছে, যাচ্ছে, যায় মুছে অশ্রুধারা শোকাচ্ছন্ন
শরীর কাঠামোয় বাংলার, যায় মুছে গোপনে গোপনে, যায় মুছে
এই নিদ্রিত শহরে, যায় প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ! অবিরত যায়, যাচ্ছে
বৈধব্যের ক্রুশবিদ্ধ ফাটলে মুছে, আর নিদারুন অসহায় চেয়ে চেয়ে
কেবলই দ্যাখে, সেঁটে আছে আর দাঁড়িয়ে গেছে এখানে
সেখানে, জারজ সত্যে প্রনয়ন করা রাষ্ট্রনীতির অবৈধ স্তম্ভ একেক !
অসহায় মায়ের বৈধব্যে সেঁটে গেছে আজ, আহারে, সেঁটে যাচ্ছে ক্রমশই !
মূলত জারজ সত্যের ঘোমটায় সাজিয়ে নিলো যারা রাষ্ট্রনীতি, নিলো যারা
ক্রমাগত, অতঃপর ওদের ভয়ানক গ্লানিমাখা আকাঙ্ক্ষাগুলো
কুৎসিত স্বপ্নগুলো ঠেসে দিলো ধমনীতে, দিলো অভিনব সব কৌশলে
আর শকুনের মত ঠুকরে ঠুকরে দিলো, দিচ্ছে আমাদের স্বপ্নগুলো
এবং গলে পরা পিচের মত রক্ত ঝরালো কলজেয়-
আহ ! বড় অসময়ে ভ্রষ্ট সভ্যতার
অইসব নষ্ট শুয়োরই দুঃস্বপ্নের দীর্ঘ রাতের দিকে নিয়ে গেলো ক্রমাগত ।
আহারে আমার মা, আমার দেশ, রক্তে কেনা মানচিত্রের অমূল্য কাঠামো
দুঃস্বপ্নের রাত্রি হয়ে ভেসে ওঠে বারবার, আহারে, কেবলই ওঠে
গণতন্ত্রের পোশাকে আসে শ্বাপদ শকুন কেবলই
দুঃস্বপ্নের নগ্ন নৃত্য, ফিরে আসে অন্ধকারবেলার নষ্ট নগ্ন বেদনা !
আহারে আসে দুর্যোগ দূর্ভাগ্য কেবলই । স্বাধীনতা, তবে কী সে
মেকি প্রসাধনী কেবল নাকি স্ব স্ব অধিকার কিংবা স্বপ্নের নিশ্চয়তা ?
আহারে, কী আজ বীভৎস রূপ, চোখ বন্ধ হয়ে আসে সীমাহীন আড়ষ্টতায় ।
মায়ের গ্রীবায় আমার ঠোঁট বসিয়ে গেছে কিংবা ক্ষমতাকে আঁকরে আছে যারা
পৈত্রিক সম্পত্তি ভেবে
গণতন্ত্র বেশধারী সেসব স্বৈরাচারী শকুন কিংবা সিরামিক ইটের
দালান থেকে ক্ষমতা কুক্ষিগত করার স্বপ্নে বিভোর যেসব কাপুরুষ
তাঁরা আর তাঁদের ভ্রষ্ট অনুসারিরা
বহমান অপরাধ কাঁধে চেয়ে দেখুক, দেখুক চেয়ে একবার
ওদের প্রনয়ন করা রাষ্ট্রনীতির সংকীর্ণতা চিরে
এই সবুজাভ নিসর্গে ফুটে উঠছে ১৬ কোটি উন্মুখ গ্রেনেড
চেয়ে দেখুক চোখ মেলে, জ্বলে উঠছে ক্রমশই রক্তাক্ত মাটির এই পবিত্র মানচিত্রে !
(আজকের প্রেক্ষাপটের সাথে বর্তমান সময়কাল বিবেচনায় ননে হলো এই কবিতাই দেয়া যায় আজকে । তবে ইচ্ছে ছিলো বিদ্রূপমূলক অন্যকোনো কবিতা পোস্ট দেয়া ।)
১০টি মন্তব্য
শিশির কনা
কবিতায় বাস্তবতার ছোয়া । ভালো লিখেছেন খুব । বেশ কিছুদিন ছিলেন না আপনি । নাম কিন্তু এখন মুখস্থ হয়ে গিয়েছে । : )
মর্তুজা হাসান সৈকত
জি আপি ছিলাম না কিছুদিন । সামনে মাস খানেকও অনিয়মিত থাকবো । আর হ্যাঁ, আমিও আপনাদের মনে আছি জেনে ভালোই লাগলো । আশা করি এভাবেই পাশে পাবো আপনাদের ।
প্রজন্ম ৭১
অসাধারন কবিতা । স্যালুট আপনাকে ।
মর্তুজা হাসান সৈকত
পড়ে অভিমত জানানোয় কৃতজ্ঞতা ভাই । ভালো থাকুন সতত…
আদিব আদ্নান
সময়কে সাথে নিয়ে বিদ্রোহ ! সে আর হবে কখন !
বৈধব্য যখন শাশ্বত সত্য ।
মর্তুজা হাসান সৈকত
চাওয়ার সম্পূর্ণটুকুন পূর্ণ হয়না জেনেই বলছি, একদিন সন্তোষজনক পরিবর্তনের বাতাস বইবেই । স্ব স্ব অবস্থান থেকে আমাদের ক্ষুদ্র প্রয়াস কিন্তু সে অভিপ্রায়কে সামনে রেখেই ভাইয়া ।
ব্লগার সজীব
খুব ভালো একটি কবিতা পড়লাম । দেশের সাম্প্রতিক অবস্থায় মন বিক্ষিপ্ত । কিছুতে মন দিতে পারছিনা। -{@ (y)
অন্তরা মিতু
দণ্ডপ্রাপ্ত সুখ………….!
লেখাটা সময়োপযোগী বটে………
দেশের একের পর এক পরিস্থিতিতে অস্থির হতে হতে এখন ক্লান্ত হয়ে গেছি………………..
জিসান শা ইকরাম
সময়োপযোগী কবিতা ।
ফেইসবুক পেইজে শেয়ার দেয়ার পরে খেয়ালই ছিল না যে পোস্টে মন্তব্য করিনি ।
অঃকঃ ওয়ার্ড প্রেস থেকে কপি করে পেস্ট করার আগে এইচটিএমএল এ ক্লিক করে পেস্ট করলে দুই লাইনের মাঝে স্পেস টা সিংগেল থাকবে ।
ছাইরাছ হেলাল
প্রচণ্ড হতাশার মাঝেও স্বপ্ন উঁকি দেয় ।
খুব খুব সুন্দর হয়েছে ।
আপাততঃ নিয়মিত অনিয়মিত উপস্থিতি মেনে নিচ্ছি অনিচ্ছায় ।