- সমুদ্র শোনে না কথা অন্যের সব স্বর, যে কোনো আকুতি অথবা আদেশ, কিছু অনুরোধ, আর, কিছু সাধারণ কথা নিয়ে, যত অগণিত মানুষ গিয়েছে তার কাছে, সকলের সব ধ্বনি গিলে গিলে গিলে চূর্ণ করেছে তার ঘূর্ণি-গহীনে... তবুও মানুষ যায় এখনো... আরো যাবে আগত দিনেও... রূঢ়জলে মিশে যাবে কত সুখ-দু:খের গোপন কাহিনী... সে তো শুনবে না... [ বিস্তারিত ]