নিজস্ব সত্ত্বার খোলস ভেঙে উছলিত আবেগের কাছেও হেরে যায় মার্জিত বুদ্ধি সকল। উপলব্ধি হয়, নিজ আত্মার মাঝে যে প্রাণস্পন্দন স্পস্টত তা আত্মসচেতন নয়,, মন ও মস্তিষ্ক এ দুয়ের মাঝে সাম্য কোথাও নেই যেনো, জীবন পরিণামের সহজ সরল পথে মন ছন্দহারায় কেনো যে! ভাটির জল উজান বওয়ার তপস্যায় মরে,, কোথায় যেনো বেসুর বাজে,, আধি-ব্যাধির বেদনাবিধুর তালে। [ বিস্তারিত ]