খোকা তুই কই? আমায় কি দেখতে আসবি সঙ্গে নিয়ে খই? নাতিটার জন্য বড্ড খারাপ লাগে চোখ ভিজে যায় জলে, দেখতে ইচ্ছে করে দাদুভাইটাকে আমার কেমনে করে খেলা করে। ওর দাঁত উঠেছে খাবার কি চিবিয়ে খায়? হাতে তালি দিয়ে খেলে তাই তাই তাই। এখানে বড্ড গরম অসহ্য লাগে আমার দুই হাতে লাগেতে পারিনা বোতামটা জামার। হাতগুলো [ বিস্তারিত ]