দুঃখে যদি ওই নীল আকাশ হয় গো দিশেহারা,
তোমরা যতোই চুপ করে রও দেবোই আমি সাড়া!
প্রাণ হারা নদ-নদীর বুকে চাইবো উঠুক ঢেউ,
চষবো মেঘের হিম মাখা কেশ জানবে না তা কেউ।
জ্যোৎস্না খোয়ে ফেললে গো জল নিশির ক্রোড়ে শশী,
বক্ষ ভেদী শুকতারাদের বাঁধবো ঘোরে কষি।
গামলা দিয়ে সেচবো একাই লাল সায়রের জল,
হাসবো আড়ে রঙ হারা ধী ফের পেলে সম্বল।
যায় যদি দূর সবুজ মাঠের অবারিত হাসি,
নাশকারী সব পতঙ্গদের দেবোই দেবো ফাঁসি।
রচবো সবুজ পাতার ধারে ফল ও ফুলের ঘ্রাণ,
শাশ্বত হোক যাচবো ধারায় মন মানুষের গান।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার গীতিকবিতা সুরকণ্ঠ হলে আরও সুন্দর লাগবে কবি দা
ভাল থাকবেন——————
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন ভালো থাকুন!
সুরাইয়া নার্গিস
অসাধারণ লিখেছেন খুব ভালো লাগলো।
আমি যদিও কথাসাহিত্যিক তবু কবিতা লিখতে খুব প্রছন্দ করি কিছু কবিতা লিখেছি।
আপনার লেখাটা পড়ে মুগ্ধ হলাম আমিও যদি এভাবে ছন্দ মিলিয়ে লিখতে পারতাম ভালো লাগতো।
বোরহানুল ইসলাম লিটন
অবশ্যই পারবেন যদি চেষ্টা থাকে অবিরত!
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
মো: মোয়াজ্জেম হোসেন অপু
চমৎকার একটা কবিতা পড়লাম।ভালো লাগলো খুব। শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
ফারজানা তৈয়ূব
সুন্দর লেখা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন ভালো থাকুন!
রোকসানা খন্দকার রুকু
বেশ ছন্দময় লেখা। অশেষ শুভকামনা ভাই।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন ভালো থাকুন!
হালিম নজরুল
চমৎকার ছান্দসিক লেখা।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ রইল আপনার জন্য!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিমা আক্তার
চমৎকার ছন্দের অনবদ্য রচনা। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!