তুমি পথের ঠিকানা খুঁজে পথে নেমেছিলে সেই দিন স্বজনের সুকরুণ আর্তনাদ- দিগ্বিদিক মহাশূণ্যের গভীরতা আর অন্ধকারের নিকষ কালো জঠরে যখন কেটে যেত সহস্র নির্ঘুম রাত । এক অবিনশ্বর কন্ঠের নিরবচ্ছিন্ন তাড়না বুকে লালন করে পথে নেমেছিলে প্রাণের মায়া সাঙ্গ করে - এ কোন ঐশী বাণী নয়, নয় গল্পের সুরম্য পটভূমি । আমরা দেখেছি [ বিস্তারিত ]