অর্ধেক পৃথিবী পুড়ে গেলে ছাই পড়ে থাকে - অনাগত প্রজন্মের তরে, দাউদাউ আগুনের লেলিহান শিখা - মৌহারী মৌরীর নির্যাসটুকু পানকৌড়ির ঠোঁটের ডগায় শেষ চুম্বনের অপেক্ষায় যেমন উদগ্রীব ব্রজাঙ্গনা, বিমিশ্র ললনার গোপন প্রকোষ্ঠে দিনান্তে বেড়ে উঠা ভ্রূণ সেও সিংহাসন চায় এবং চায় সুশোভিত মখমল। পৃথিবীর দ্বিতীয় প্রান্তে বিগলিত ক্ষমতার কেন্দ্র ঘিরে অজস্র কাকতাড়ুয়ার শিরোত্থান - [ বিস্তারিত ]