ঝর্না মেয়েটা পুরো চন্ডী! ওর পায়ে বয়ে যায় খরস্রোত নদী! শরীরে আমার জমে ওঠে পলি -কাদা- জল! ও আমার চেয়ে এক স্তর নীচু! আমি উত্তর পানে চায় তো, ও দক্ষিন মেরু! দুজনের এক জায়গায় মিল, একটাই বুক! একটাই তল! ছোট্ট বেলায় পুতুলের সঙ্গে পুতুলের বিয়ে হয়।ও বিন আমি বেয়ায়!বুকে আমার দুঃখ,সূর্য,রোদ,ঝড় সাজিয়ে রাখি।ওর সিন্দুক বসিয়ে [ বিস্তারিত ]