ভোরের গালে গড়িয়ে গড়িয়ে আমার ভোর বয়ে যায়,
মেঠো পথে আমি, তোমার চোখে
একবার চোখ ডুবিয়ে কচি পাতার ভাবনাগুলো সাঁতারে ছিল,কিন্তু পারিনি!
মাটি তাকিয়ে থাকে আমার ভেজা মুখ
চোখে ভেজে সারা বিকেল, ভেজে অজর চারাগাছ!
জোৎস্নার জিভে ভিজেছি আমি,ভেজে আমার পথ!
তুমি জানো! আকাশ জানে, ঝরনা জানে, বাতাসও জানে!জানে সবাই!
ভাবতে ভাবতে জলে বয়ে যায় দিন, মাস, জীবন, কাল!
@বাড়ি,
সময়-৪ঃ১৭ বিকেল
তারিখ-২২/০১/১৩
৫টি মন্তব্য
জবরুল আলম সুমন
সুন্দর কবিতা।
জিসান শা ইকরাম
” তুমি জানো! আকাশ জানে, ঝরনা জানে, বাতাসও জানে!জানে সবাই!
ভাবতে ভাবতে জলে বয়ে যায় দিন, মাস, জীবন, কাল! “—– অনেক সুন্দর
শিশির কনা
খুব ভালো লেগেছে ।
লীলাবতী
সুন্দর হয়েছে ।
নীহারিকা
অনেক সুন্দর হয়েছে