ধরিত্রীর দেহে,
কাল-রাতের পেষণ!
শিয়াল-কুকুরের,
আঁচড়, কাঁমড়,
চোষণ! ধর্ষন!
গর্ভ দ্বারে ইস্পাত!
ভেজে দ্বার ভেজে ঘাস,
ঊষার দেহে রক্তপাত!
ভেজা-লাল দিগন্তে
দিবালোকের দিনারম্ভ,
আজান কীর্তন
মন্দির গমন,
মসজিদে গমন
যীশু দর্শণ!
দর্শণ মন
সাধ বাদ,
বাদ সাধ
ভক্তিবাদ! সুফিবাদ!
সাধুর প্রেমে
প্রেম জীবে,
জড়ে দয়া
নারী শ্রদ্ধা,
সাধু! সাধু!
নামাজী! নামাজী!
সাধু নামাজী,
সহাবস্থান জীবন!
অজু-জলে গঙ্গা-জলে,
খাঁটি মানবজীবন!
দিনান্তে শুরু,
আবার অন্ধকার!
@ বাড়ি,
তারিখ-১৯/০২/১৩
সময়-৮ঃ১০ সন্ধ্যা
৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর ।
শিশির কনা
ভালো লেগেছে খুব।
লীলাবতী
অসাধারন কবিতা।
প্রজন্ম ৭১
ব্ল্যাক ভালো লেগেছে ।
এই মেঘ এই রোদ্দুর
ভাল লেগেছে অনেক