তুমি মানিয়ে নিয়েছো, হয়ত আমিও মানিয়ে নিবো দুজন দু মেরুর দূরত্বে সময়ের ফ্রেমে বন্ধি থাকবে কিছু কল্প গল্প ফেলে আসা কেন্দ্র বিন্দুতে । তবুও যেন সান্তনা, আকাশ এক, বাতাস এক নিঃশ্বাস রাখি একই ভুপৃষ্টে ছুটে চলা পথ, গন্তব্যহীন বিপরীত দুজন অনাগত স্বপ্নে আপনাকে সৃষ্টে । তোমার চাওয়া, আর আমার না পাওয়ার খতিয়ান গড়মিলে নথিভুক্ত এই [ বিস্তারিত ]