বোহেমিয়ান ইচ্ছেগুলো ছুঁয়ে ছুঁয়ে নজরবন্দী করে ঢুকাই ভ্রমনব্যাগে এর ফাঁকে ঢুকে যায় তোমায় দেয়া এক মুঠো প্রেম …. জোছনাধোঁয়া রাতে তোমার চোখে স্বাপ্নিক আহ্বান … অমাবস্যা পূর্ণিমায় তুমি লব্ধুক আমার স্বপ্ন উজাড় করা মোজার্ট এর বিথোভেন । এক মুঠো প্রেম , এক মুঠো স্বপ্ন নিতে চাতক হয়ে উড়ে যাই তোমার কাছে এখনো নাজিফাহ [ বিস্তারিত ]