বুক পুড়া গন্ধ মুছে যায় কাল বৈশাখী ঝড়ে জীর্ণতায়, শীর্ণতায় জেগে উঠে নতুনের উদ্যোম ভারী হয় স্মৃতির খাতা, বুকের পাঁজরে আজীবন বয়ে চলে এক প্রত্যায়ন পত্র সময়ের স্রোতে উল্টে যায়, পাল্টে যায় চাওয়া পাওয়ার খতিয়ান গড়মিলেই জের টানতে হয় জীবনের রেওয়ামিল এভাবেই হাত ছানি দিয়ে যায় প্রতিনিয়ত চৈত্র, বৈশাখ, হেমন্ত, বসন্ত দিন [ বিস্তারিত ]