ট্রেনটা যখন কিছু সময়ের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে, তখন আমি জানালার বাইরে মুখ করে একটা মেয়েকে দেখে রীতিমতো ঘাবড়ে গেছি। তাড়াহুড়ো করে মেয়েটার হুলস্থুল অবস্থা আর চোখের কোটরে ভীষণভাবে ফুলে লাল হয়ে আছে! কি আশ্চর্য; মেয়েটা নিশ্চয়ই কেঁদেছে? এই ধরুন, কোনো উজ্জ্বল রং দেখলেই যেমন আমাদের সবার চোখে পড়ে ঠিক সে রকম। তবে, মেয়েটার পরিহিত [ বিস্তারিত ]