ভুল ঠিকানায় ************ তোর সাথে উড়তে গিয়ে, খানিকটা পথ উড়ে ছিলাম ঠিকই--- মাঝপথে তুই হারিয়ে গেলি, কোন সে আকাশে? খুঁজে ফিরি,ঘুরে বেড়াই, যদি কখনো,তোর দেখা পাই।। ডিঙি নৌকায় ঘুরবো আবার, শাপলা সালুক তুলবো আবার, ঝিলের জলে নাইতে গিয়ে, বৃষ্টি ভেজা শরীর নিয়ে, ঘুরবো মোরা হাওর বিলে, কোন এক ভরা বর্ষায়।। শিউলি ফুলের মালা হয়ে, জড়িয়ে [ বিস্তারিত ]