ভাল লাগার সেই রঙিন অভ্যেস এখনো ভুলতে পারিনি, অবলীলায় তাই আজ বিকেলের মেঘটাকে ভাল লেগে গেল। রিক্সার হুড ফেলে উচ্ছন্ন বৈরাগী বাতাসে চুল এলিয়ে যে মেঘ উড়ে গেছে আজ দিনের প্রৌড় সময়ে, চেয়ে চেয়ে দেখেছি, মানুষের অতিশয় ভীড় ঠেলে, নগর নির্জনতায় দাঁড়িয়ে নিজস্ব মৌনতায়- কিশোরী মেঘ উড়ে গেছে কী ভিষন লাজহীন অনুভঙ্গিমায়।