আমি কখনো আমাকে নিয়ে বাঁচতে পারিনি, আমি বেঁচেছিলাম অন্যদের নিয়ে, অন্যদের উপরে। কখনো আমার অসুখে মায়ের রাত জাগার টেনশনে, আমার পরীক্ষার রেজাল্টের জন্য বোনের উৎকন্ঠায়। কখনো আবার কারো একটি ফোন কলের অপেক্ষায়, কারো একটি ক্ষুধে বার্তা পাওয়ার আনন্দে। কারো অবহেলা পাওয়ার যন্ত্রনায়, কারুকে জমানো কথাগুলো বলতে না পারার আক্ষেপে। কখনো বা আবার কারো আসার অপেক্ষায়, [ বিস্তারিত ]