কেমনে ভুলবে তুমি, যে স্মৃতি যতনে অন্তরে চলে জাগ্রত নিদে চুমি! রাখালী বাঁশির ডাকাতিয়া সুর বাজতো যখন মাঠে, গাগরী ভরতে চঞ্চলা মন ছুটে যেতো রোজ ঘাটে। আজ সে আবেগ কালের গর্ভে তবে কি গিয়েছে ভুলে! বারে বারে যদি ফিরে সে ব্যাকুলে প্রিয় তটিনীর কুলে! স্মৃতির তাড়নে যদি কাঁদে মন ভাবো বসে নিরজনে! বৃক্ষকে লতা বক্ষে [ বিস্তারিত ]