বই রিভিউ বই- না হন্যতে লেখক - মৈত্রেয়ী দেবী ন হন্যতে বাঙালি কথা সাহিত্যিক মৈত্রেয়ী দেবী লিখিত একটি আত্মজীবনী মুলক উপন্যাস। উপন্যাসটি লেখা হয় ১৯৭২ সালে। প্রকাশিত ১৯৭৪ সালে। রোমানিয়ার লেখক লিখিত "লা নুই বাঙালীর" প্রতিক্রিয়া জানাতে মৈত্রেয়ী দেবী এ উপন্যাস লেখায় হাত দেন। মৈত্রেয়ী দেবী ১৯১৪ সালের ০১ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন। মৈত্রেয়ী [ বিস্তারিত ]