জানি, তোমাদের অনেকেই শোকে মুহ্যমান আজ। তবে আমি শোক করবোনা কোনও। আজ আমার মনে শুধুই ঘৃণা আর সর্বগ্রাসী ক্রোধের দাউ দাউ আগুন জ্বালছি সেইসব নব্য সীমারের নির্মম ধ্বংস কামনায়। অন্তঃসত্ত্বা ভাতৃবধুর কসম! স্নেহময়ী মাতার ছায়ার কসম! "তোমাদের পায়ে পড়ি! আমাকে তোমরা মেরোনা..." অবোধ শিশুর আকুল আকুতির কসম! আমি আজ শোক করবোনা কোনও। [ বিস্তারিত ]