১. একজন গেস্ট এর জন্য কফিশপে অপেক্ষা করছি। পাশের টেবিলে দেখতে পেলাম তরুন বয়সী একজন অস্থিরচিত্তের মানুষ ফোনে কথা বলছে। - ডলিপু প্লিজ প্লিজ, জেরিনপু আর ম্যাক্সিপুকেও সাথে নিয়ে আসো। আমি টেবিল বুকিং দিয়েছি, কফিশপটা কিন্তু জোস! তরুনটি বার বার যাদের আসতে বলছে, বুঝলাম তাদের একজনের নাম ডলি অন্যজন জেরিন এবং ম্যাক্সি। নিশ্চই পরিবারের আপন [ বিস্তারিত ]