আমি চিরকাল পৃথিবীর সৌন্দর্য-মাধুর্যকে উপভোগ করেছি নিজের মতন করে। শুধু আমি নই মানুষ হয়ে জন্ম গ্রহণ করা প্রতিটি ব্যক্তির জন্য এই কথাটি একটি অধিকারের মতন। নিজস্ব কল্পনার জগতে আবেগের স্নিগ্ধ গম্ভীর প্রকাশে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ- তার চোখ দিয়ে পৃথিবীর সৌন্দর্য দেখবে এটাইতো স্বাভাবিক। কিন্তু কতদিন? জীবন সায়াহ্নে জরা বার্ধ্যক্যের আধিপত্যে মৃয়মান হয়ে পড়া এসব [ বিস্তারিত ]