গতকাল ছিলো ইংরেজি বছর ২০১৯ সালের শেষদিন। ক'দিনের অক্লান্ত হাড়ভাঙ্গা খাটুনি, ব্যস্ততা, মনের কোণে জমে থাকা দীর্ঘদিনের লালিত ক্লান্তি আর ক্ষোভকে ঝেড়ে ফেলে অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়েছিলাম গোধূলি-সন্ধ্যার পৌষসৌন্দর্য অবলোকন করতে। জগৎ-সংসার ছেড়ে একটি ধানের শীষের উপর শিশির বিন্দুতে মিষ্টি রোদের মুক্তা ছড়ানো রৌদ্রদীপ্তিকে কাল নিজ চোখে দেখেছি আমি এটাই বা কম কিসে? বিকেল [ বিস্তারিত ]