আমি নাকি কালপুরুষ! অথচ আমার দেহে ভোরের আলোর স্পর্শ নেই; আকাশে নয়, মাটির উপর নিয়েছি অস্থায়ী বাস। তবে আমি গান ভালোবাসি, মনেপ্রাণে নামহীন সুন্দরের প্রত্যাশী আমি। কালপুরুষের দার্শনিকতার খেই হারিয়েছি সেই কবে! অধ্যত্ম-উপলব্ধির শেষবিন্দুটি যেখানে বিলীন, দ্রষ্টার পরিহাসের তরল সুর সন্ধানে- সেখানে ভোর-রাত্রী মিলেমিশে আজ একাকার। ভেবেছে কেউ, আমার নিজের কোন আলো কেন নেই? কালপুরুষ [ বিস্তারিত ]