বয়সের প্রান্তে এসে যদি ফিরে দেখি, কত কি যে মনে পড়ে--মনে পড়ে সেই কথা-- অনেক ভরসা দিয়ে একদিন বলে ছিলাম, ভাই ! আমি তো আছি ! ভরসার সমস্ত কিছু আজ ছিঁড়ে গেছে কথা। বোন বিয়ে হয়ে যে দিন বিদায় নিলো, কোথা থেকে কান্নার ঢল কালো মেঘ হয়ে নেমে ছিল বৃষ্টির ঝাঁক,বলতে পারব না ! মাকে সেই,মা,বলে ডেকে [
বিস্তারিত ]