ভালবাসা ছড়িয়ে ছিটিয়ে গেছে…
শুধু তুমি মধ্যমা।
নিলয় অন্ধকারে মোহিনী এ রাত জাগা,
স্মৃতি উৎসের মুখ খুলে
সহস্র উদ্গার,
দেখ তুমি আমি তোমরা…
ভালবাসি উন্মুক্ত জ্যোৎস্না,
শৈশব কৈশোর ও জোয়ার যৌবনের
স্বপ্ন মন্থন অনুরাগ,
রং- চশমার ছায়ায় রাত জেগে আছি দেখো,
শুধু তুমি মধ্যমা!
আর সব টুকরো টুকরো ছেড়া স্মৃতি জাল।
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
জাত কবিদের লেখায় মন্তব্য করাও কঠিন ,
কী বলব তাই ই বুঝতে পারি না ।
তবে ভালো যে লাগে তা কিন্তু ঠিক ই বুঝতে পারি ।
তাপসকিরণ রায়
ভাল লাগাটুকুই মাথা পেতে নিলাম।ধন্যবাদ রেখে গেলাম।
নীহারিকা
খুব ভালো লেগেছে।
তাপসকিরণ রায়
অনেক ধন্যবাদ রইল।
লীলাবতী
দেখ তুমি আমি তোমরা…
ভালবাসি উন্মুক্ত জ্যোৎস্না,
শৈশব কৈশোর ও জোয়ার যৌবনের
স্বপ্ন মন্থন অনুরাগ,
রং- চশমার ছায়ায় রাত জেগে আছি …….. খুব ভালো লেগেছে
তাপসকিরণ রায়
আপনার খুব ভাল লাগা আমায় আনন্দ দিয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
হৃদয়ে শুধু একজনই আসন করে আছেন —
এটিও ভালো…
ভালো লাগা জানালাম কবিতায় ।
তাপসকিরণ রায়
হ্যাঁ,আসলে তাই,তবু দেখবেন স্মৃতি উঁকি মেরে যায়।আপনাকে অনেক ধন্যবাদ,ভাই!
খসড়া
ভালো লাগা জানালাম কবিতায় ।
তাপসকিরণ রায়
অনেক অনেক ধন্যবাদ রেখে গেলাম।