পায়ের নীচে দুলে দুলে চলা আলো ক্রমাগত পিছলে পিছলে যায় থিতু হয় না, স্থিরতায়-ও যায় না। অমোঘ-আলোর টানে কেউ প্রতারিত হয়, কেউ জীবনে ফিরে আসে, ফিরে ফিরে আসে ফিরে পাওয়ার আনন্দ-বিভোরতায়, বেঁচে যায়; অপ্রলম্বিত জীবনে পিছলে যাওয়া আলো-ইশারার সময় জ্বরে, কুড়ে কুড়ে যেতে যেতে, ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হঠাৎ জ্বলে-ওঠে আলো-প্রেমের আগুন, মুহূর্ত টপকে বোবা-কালা [ বিস্তারিত ]