সেদিনের সেই কুয়াশা ভরা রাতে- কি নেশার জাল বুনেছিলে তুমি, আধখানি চাঁদকে সাক্ষি রেখে বলেছিলাম- ভালোবাসি, ভালোবাসি তোমায় আমি। কান পেতে শুনেছিলো- রাতের ধ্রুবতারা,মধুর বাঁশরী বাজিয়েছিলো- নির্জন রাতের বিহগ-বিহগীরা। হাসিতে তোমার ঝরেছিলো মুক্তোধারা। আজও কুয়াশা নেমেছে নির্জন রাতে, আমি আছি,নেই তুমি, নেই হাত হাতে। আধখানি চাঁদ আজ ওঠেনি,বাজেনি মধুর বাঁশরী, বদলে গেছো সেই তুমি, আমিতো [
বিস্তারিত ]