লেনিনের ক্যমুইনিজম এর উত্থান এবং রাশিয়ার শেষ জার নিকোলাস ২ সহ পুরো পরিবারকে ভয়ংকর,বীভৎস আর বিভীষিকা ময় অবস্থায় ফেলে হত্যার ইতিহাস নিকোলাস ২ এবং তার পরিবার রাত তখন প্রায় ১ টা, তারিখ ১৯১৮ সালের ১৬-১৭ জুলাই । সকলে তখন গভীর ঘুমে। তাদের পারিবারিক চিকিৎসক ইউগেনে বটকিন কে নির্দেশ দিলো আর্মির জেনারেল ইয়াকভ [ বিস্তারিত ]