'মেরের ডায়েরী' প্রাচীন মিশরের একুশ দশকের সবচেয়ে বড়ো আবিষ্কার একদল আরকেওলজিস্ট খুঁজে বেড়াচ্ছিল কুফুর পিরামিডের পাথর কোথা থেকে এবং কিভাবে আনা হয়েছিল তা বের করার ব্যাপারে । তিনি হলেন ফ্রান্স এর আরকেওলজিসস্ট 'পীএরে ত্যালেল' (Pierre Tallel) এবং তার দল । কুফুর পিরামিডের এই বিশাল স্থাপনা, যার উচ্চতা ১৩৯ মিটার, বেস ২৩০.৩৩ মিটার, [
বিস্তারিত ]