বুকের ব্যাথাকে পুঁজি করে আছি কষ্টের প্রাচীরে বেদনার শত কাটায় জাগ্রত মানব ঘুমন্ত নগরীর কষ্টে কাতর সে প্রাণের খবর জানো কি নারী? জানো কি তার ব্যাথাতুর হৃদপিণ্ডের অবারিত রক্ত ক্ষরন সজল চোখের বারি ধারা; কালের যাত্রায় সে ধারা শুধু সাগরই বানাতে পারে। জানো কি তার স্পন্দিত বুকের অকৃত্রিম মমত্ববোধ; সকাতর হৃদয়ের আশশ্মিত কত প্রত্যাশা! সে [ বিস্তারিত ]