আমি এক গরীব কবি। কোন মতে পোস্ট করে চলে আসি। খুব কম মেগাবাইট নিয়ে থাকি। তাই মন্তব্য করতে পারি না।
তবে আমার মনের মন্তব্য নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে যায়। যার আমার লেখার প্রশংসা করেন তাদের বলবো আপনাদের দোয়ায় আমার লেখার মান ভালো হয় । তবে গঠন মূলকসমলাচোনা করলে খুশী হব ।
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
সে থাকলে ভালো লাগা থাকে 🙂
শেষপৃষ্ঠা'
তুমি নেই জীবনে; তাই আছি অনেক আরামে। \|/ 🙂
নীহারিকা
দারুন!!
ছাইরাছ হেলাল
বেশ নাদুস নুদুস ,
ভাল হয়েছে ।
লীলাবতী
আমাকে নিয়ে কেউ এত সুন্দর কবিতা লেখে না 🙁 🙁
যাযাবর
তুমি আছো বলেই এখনো দুচোখে স্বপ্ন দেখি 🙂 ভালো লিখেছেন ভাই ।
আসমাউল
আমি এক গরীব কবি। কোন মতে পোস্ট করে চলে আসি। খুব কম মেগাবাইট নিয়ে থাকি। তাই মন্তব্য করতে পারি না।
তবে আমার মনের মন্তব্য নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে যায়। যার আমার লেখার প্রশংসা করেন তাদের বলবো আপনাদের দোয়ায় আমার লেখার মান ভালো হয় । তবে গঠন মূলকসমলাচোনা করলে খুশী হব ।
শিশির কনা
সে না থাকলে সব অন্ধকার :p
শুন্য শুন্যালয়
বেশ বেশ…
অরণ্য
থাম্বস আপ। (y)
“নিজেকে বড্ড বেশী ভালো লাগে
তুমি আমার আছো বলে।” (y) (y)