বন্ধু তুই কেমন আছিস পরপারে, আমায় তুই দেখা দিস সেখানে হাসবো খেলবো দুজনে বন্ধুত্তের হাত বাড়াবো খোলা মনে, বন্ধু তুই কেমন পরপারে, আমায় তুই দেখা দিস পরপারে। বন্ধু তুই কেমন আছিস পরপারে, ছোট বেলার কত সৃতি মনে পড়ে এমনি ঝড়ো বর্ষার দিনে, তোর কি মনে পড়ে! সেই আম তলায় ঝড়ে লুটোপুটি খাওয়া এক নজর প্রিয়া [ বিস্তারিত ]