আমার কাছে যা কবিতা তোমার কাছে বিষের বাণী,আমার যাতে মহানন্দতোমার পোড়ে হৃদয়খানি।আমার কাছে স্বপ্ন যা যাতোমার কাছে বর্জনীয় ,আমার যেটা পথ পাথেয়তোমার কি তা স্বপ্ন স্বীয়?তোমার যাতে জীবন আলো আমার তাতে পথ হারানো ,তোমার যা যা সঞ্জীবনী আমার তো তা প্রাণ কাড়ানো।তোমার প্রিয় আপনজনাআমার সে তো দূর বহুদূর ,আমার কানে যন্ত্রনাময়যে গান তোমার মিষ্টিমধুর।তোমার ঘৃণায় [ বিস্তারিত ]