প্রিয় অনুপম! পচণ্ড যন্ত্রণা হচ্ছে শরীরে! তবুও তোমায় লিখছি পড়বেনা জেনেও। আমার ভালোর জন্যেই ঠেলে দিয়েছো দূরে বহুদূরে! কেমন ভালো আছি একটু জেনে নিও! তীব্র দন্তশূল বেদনায়!অসহ্য মর্মপীড়ায়! কিংবা প্রচন্ড শ্বাসকষ্টের মুহূর্তে! আজও তোমার মুখটাই মনে পড়ে দহন নিপীড়নের যার ন্যায্য অধিকার সে তো একচুল ছাড় দেয় না সুযোগের সদ্ব্যবহার। এই তো সেদিন সাফ সাফ [ বিস্তারিত ]