নারী আমি নারী। আমি কারুর মেয়ে, কারুর বোন, কারুর স্ত্রী, কারুর মা। এক অঙ্গে আমি কত রুপ ধারণ করি। আমি বহুরুপী! আদতে আমি নারী। আমি কষ্ট লুকিয়ে হাসি। আমায় যে নিয়ত শোষণ করে, আমি তাকেও ভালোবাসি। দিনাতিপাতে দেখভাল, রোগশয্যায় শশ্রূষা আমিই করি। আমি নারী। বাবা,ভাই,স্বামী এবং ছেলে আমার অলিখিত অভিভাবক। পালাক্রমে কেবল হয় হাতবদল। আমি [ বিস্তারিত ]