_শাচ ধ্বনি

ভোরের শিশির ৩ নভেম্বর ২০১৪, সোমবার, ১২:১২:১২পূর্বাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

বুকের ভিতরের ঐ রক্তলাল
হৃদপিণ্ড

টেনে ছিঁড়ে এনে আমি
স্নান করব

ঐ ফিনকী দিয়ে ছুটে আসা
রক্তের ধারায়…

নিঃশব্দের বিষাক্ত
সাদাটে ছোবলে

কুঁচকে ছোট করে দেব সাড়ে তিন হাত আকৃতি;

নীলচে কালো করে মিশিয়ে
দেব পঁচা পানিতে…

হায়েনার চিৎকার আর
শেয়ালের দাঁতের আঘাতে

ঠুকরো ঠুকরো করে গোলানো
হবে নধর দেহটি,

ডুবে ডুবে ভেসে ছড়াবে;
নগ্ন ঘৃণার নাক কুঁচকানো অনুভূতি

পুরোনো পরিচিত রূপ
বিতৃষ্ণার নতুন রুপে দিবে ঘৃতাহুতি…।

আমার! ছড়ির স্বশব্দ
ভুমি-আঘাতে

কম্পিত নগরী;

ভয়ঙ্কর ছোবলের হুঙ্কারে

ত্রস্ত সাড়ে তিন হাতি;

আমার হুঙ্কারের সাথে

শেয়াল হায়েনার হেহেকারের
জয়ধ্বনি;

আমার লেলিহান লকলকে
জিহ্বায়ের ছোঁয়াতে

ভেসে আসে মৃত্যুর পরশমণি…

আমি…হুঙ্কারে; ছোবলে;
রক্তস্নানে আর

জ্বলতে থাকা চারপেয়ের
হাসিতে ধেয়ে আসা

অন্ধকারের আদিম দোসর

শাশ্বত মৃত্যুর
পদধ্বানি..

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ