কাল সূর্য ওঠেনি আকাশে,আজও না
ঘোর অন্ধকারে ঢেকে গেছে এ পৃথিবী
কার অভিশাপে জানিনা এহেন নিশী,
ত্রিলোকে দূর্যোগের প্রলয়ঙ্কারী ঝঞ্ঝা।
কাঁপছে আকাশ, কাঁপছে বাতাস লয়ে
পুরুষ ও কাপুরুষ কাঁপছে সবাই,
কাঁপছে এ ধরা,মা বসুমতি নিকারে
হে প্রভু,পরিত্রাণের নেইকি উপায়?
হেনকালে পূব আকাশে কে দেখা দিলো?
স্বপ্ন নাকি সত্যি এ সংশয়ে মোহিত !
দুঃখপ্রাতে জগদ্ধাতা, নিকেষ কালো
দুঃস্বপ্নকে পিছে ফেলে স্বপ্নে উদিত!!
ভয় নেই তাই চেয়ে দেখ ঐ সম্মুখে
তিমির এ রাতের ত্রাতা আলোক হাতে।।
নোটঃ (সনেট কবিতাটি “ক খ খ ক গ ঘ গ ঘ , চ ছ চ ছ ঙ ঙ” এই ছন্দে রচিত।।)
প্রথম সনেট। তাই সনেট অভিজ্ঞরা ভুলত্রুটি ধরিয়ে দিলে কৃতার্থ থাকিবো।। -{@
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এমন সাহসী লেখকের লেখার ই পাঠক হতে চাই ,
জটিল বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে এমন ও চাই ।
আরও চাই , আপনি আর ও লিখুন ।
পণ্ডিত নই তাই বিচারে অক্ষম ।
অবশ্যই ভাল হয়েছে ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ ভাই। বিশ্লেষণ অনেকখানি করে ফেলেছেন কিন্তু। লেখা হোক না হোক চেষ্টা থাকবে আজীবণ। -{@
শুন্য শুন্যালয়
যদিও সনেট বুঝিনা, তবে লেখাটা খুবই ভালো লাগলো ..
আর কি কি লিখতে পারেন আপনি? ;?
নীলকন্ঠ জয়
আর কি কি লেখা যায় সেটাইতো বুঝি না। যখন যা মন চায় লিখে ফেলি। \|/
মা মাটি দেশ
আমাদের মাইকেল মধুসুধন দত্ত নীল কন্ঠ জয় এগিয়ে যান (y) সনেট কবিতা সবচেয়ে কঠিন সাহস করে লিখেছেন ভালই হয়েছে (y)
নীলকন্ঠ জয়
মাইকেলের জেলায় জন্ম তাই তাকে নিয়ে গর্ববোধ করি। কিন্তু প্লিজ এভাবে তুলনা করবেন না। সনেট আসলেই কঠিন তা লিখতে গিয়ে টের পেয়েছি। তাতে করে সনেট লেখকদের প্রতি সম্মান আরো বেড়ে গিয়েছে।
ধন্যবাদ জানবেন। -{@
জিসান শা ইকরাম
নীল সনেট এ হাত দিয়েছে ?
শুভ কামনা অবশ্যই ।
প্রথম হিসেবে যথেষ্ট ভালো হয়েছে।
নীলকন্ঠ জয়
গতকাল সনেট নিয়ে ব্যপক পড়াশুনা করে বুঝেছি এটা সার্থক সনেট হয় নি। 🙁 তবে সনেটের মত হয়েছে। অন্তত একটা কবিতা হয়েছে। তবে প্রথম হিসেবে অবশ্যয়ই সন্তুষ্ট। সনেট নিয়ে কাজ করবো ভাবছি। দোয়া করবেন। -{@
ছন্নছাড়া
(y) ……………………… -{@
জিসান ভাইয়ার দেয়া নাম টা পছন্দ হয়েছে
শুভেচ্ছা নীল সনেট
নীলকন্ঠ জয়
হাহাহাহা নীল সনেট নীলকন্ঠের নিয়মেই হবে। অন্য কারো নিয়মে নয়।। (y)
ছন্নছাড়া
হুম …………………… (y)
নীলকন্ঠ জয়
\|/