আসুন!একটু হাসি ( প্রথমপর্ব )

প্রিন্স মাহমুদ ২৩ নভেম্বর ২০১৩, শনিবার, ০৪:৫০:১৬পূর্বাহ্ন অন্যান্য ১১ মন্তব্য

1|

এক ক্লাসে এক মেয়ে বলতেছে- বল
তো কারা বেশি রাগ করে??? ছেলেরা না মেয়েরা???
বল্টু : অবশ্যই মেয়েরা.
মেয়ে : কীভাবে?
.
. …
বল্টু : আমি যদি তোমাকে একটা চুমু দেই
তাহলে তুমি রাগ করবে কিন্তু তুমি আমাকে চুমু
দিয়েদেখ আমি কখনো-ই রাগ করব না!!!!!!

বল্টু ROOCKS…..
মেয়ে SHOOCKS…..

 

2.

বলেন তো ছেলেরা মেয়েদের ঠোঁটে KISSS
দিতে বেশী পছন্দ করেকেন????
……
……
………
………

কারন…
মেয়েদের মুখ সবসময় বকবক করে তাই
এটাই মেয়েদের মুখ কিছুক্ষনের জন্য বন্ধ
করে রাখার সবচেয়ে ভাল উপায়……….!!!!!

3.

গার্লস কলেজে ক্লাস চলছে।
শিক্ষকের প্যান্টের জিপার
খোলা দেখে মেয়েরা জোরে জোরে হাসতে লাগল
শিক্ষক অনেক চেষ্টা করেও কিছু
বুঝতে পারলোনা, তাই, তার মেজাজ
অতিরিক্ত
গরম হয়ে গেল।
সে কিছু না বুঝেই
বলে উঠলো ↓↓↓.
.
.
বেশী হে হে করলে একদম বাইরে বের
করে খাড়া করে রাখবো, তখন
বুঝবা হে হে করার মজা !!!

 

4.

এক লোকের প্যান্ট ফেটে গেছে। প্যান্ট সেলাই
করতে সে গেল দর্জির কাছে। দর্জি সুন্দরমত লোকটির
প্যান্ট সেলাই করে দিল__
তা দেখে লোকটি বেজায়খুশি হয়ে বললোঃ বাহ! দারুণ
সেলাই করেন তো আপনি !তা কত দিতে হবে ভাই?
দর্জি জবাব দিলোঃ ৫০০ টাকা দিবেন। লোকটি আর
কথা না বাড়িয়ে চুপচাপ ১০০০ টাকা ধরিয়ে দিল
দর্জিকে। দর্জি দারুণ অবাক হয়ে বললোঃ আর ৫০০
বাড়তি দিলেন কেন? লোকটি মুচকি হাইসা কইলোঃ
>
>
> “ভাই, দাম শুনে প্যান্ট আবার ফাঁইটা গেছে…!”

 

এবার আমার জীবনের জোকস বলি

হাসির পর আফসোসের কথা বলি –

স্কুলে পড়ি , ফ্রেন্ডরা গার্লফ্রেন্ড বানাচ্ছে

আমার হয়না । কলেজে হবে । কলেজ গেলোগা

– এখন ভার্সিটি । আমার আর গার্লফ্রেন্ড হয়না ।

আই থিঙ্ক এটাই আমার লাইফের সবচে বড় জোকস ।

৬৩৮জন ৬৩৮জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ