
ছুটির দিন।
ঘুমটা বেশ আয়েশে হয়।
প্রতিদিনের মতো তাড়া থাকে না।
সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশ কালো হয়ে আছে।
আকাশের মুখ ভার তাতে আমার কি।
আজ তো ছুটি। অবশ্য ছুটির দিন না হলে আকাশের মুখ ভার দেখে খুব কষ্ট পেতাম। বৃষ্টি কাদা মাড়িয়ে অফিসে যাওয়া। বৃষ্টির দিনে আগুন ছোঁয়া রিকশা ভাড়া। ওসকল ভোগান্তি পোহাতে হবে না।
বৃষ্টির শব্দের সাথে কাব্যিকতার মিল আছে। সাহিত্যের পাতা ছুঁয়ে বৃষ্টি বিলাসী মন ভেসে যায়। বৃষ্টি মানেই যেন নির্মল কাব্য চর্চা। বৃষ্টি বিলাসী মন প্রিয়ার অপেক্ষায় গেয়ে ওঠে – ওগো বৃষ্টি তুমি চোখের পাতা ছুঁয়েও না। কখনো প্রিয়ার সান্নিধ্যে অবচেতন মন বলে যায়- অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর…।
বৃষ্টি বিলাসী মন আজ আর ভালো নেই। বৃষ্টি নিয়ে এসেছে রোদন চর্চা। অবিরাম বৃষ্টিতে বন্যায় ভেসে যাচ্ছে সুনামগঞ্জ ও সিলেট জেলা। সুনামগঞ্জ ও সিলেটে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বৃষ্টি রানীর অভিমান থামছে না। হু হু করে বাড়ছে পানি। পানির তোড়ে ভেসে যাচ্ছে রাস্তা ঘাট, ঘরবাড়ি। আশ্রয় হীন হয়ে পড়ছে মানুষ। চরম মানবিক বিপর্যয় ঘটছে সেখানে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা এলাকা। আজ সন্ধ্যায় ও বৃষ্টি হচ্ছিল।
মন যেন বলে ওঠে –
ওগো বৃষ্টি তুমি যাও চলে আজ
প্রিয়জন আজ আশ্রয় হীন হয়ে
ভাসে বানের জলে।
ভেসে যাওয়া ওই শিশুর মুখ খানি দেখে
তোমার অভিমান রাখো শিকেয় তুলে।
ছবি সংগ্রহ-নেট থেকে
১৩টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
বৃষ্টি এখন অনাসৃষ্টিতে পরিনত হয়েছে। নাগরিক জীবনের দুর্ভোগ আর বানভাসি মানুষের আর্তনাদে বৃষ্টি বিলাস আর হয়ে উঠে না। এখনকার সময়ে বৃষ্টি যেন শুধু বিলাসীদের তরে।
আপনার লেখায় আমুল পরিবর্তন দেখে ভালো লাগছে। ভালো থাকুন, শুভ কামনা অবিরাম 🌹🌹
হালিমা আক্তার
আপনার মন্তব্য লেখার টনিক হিসেবে কাজ করবে। অনুপ্রেরণা পেলাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রেজওয়ানা কবির
কুড়িগ্রামেও এখন খুব খারাপ অবস্থা।।। সকল মানুষদের জন্য দোয়া। গানটা আমার প্রিয়,অনেক বৃষ্টি ঝড়ে,,,,,
শুভকামনা আপু।
হালিমা আক্তার
সম্পূর্ণ উত্তরাঞ্চলের অবস্থা শোচনীয়। আল্লাহ রহমত করুন। রুনা লায়লার এ গান টি আমারও খুব প্রিয়। এখনো প্রায় শুনি। শুভ কামনা রইলো।
বন্যা লিপি
একের পর এক বিপর্যয় ঘটেই চলেছে। আগুন,পানি,মাটি( ভূমিধস) বজ্রপাত…. পৃথিবী বৈরী হয়ে উঠছে ক্রমশঃ। মহান স্রষ্টা সহায় হোন অসহায় মানুষের। আমিন।
হালিমা আক্তার
আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন। একমাত্র তিনিই পারেন এ অবস্থা থেকে রক্ষা করতে। শুভ কামনা রইলো আপা।
ছাইরাছ হেলাল
এবারের বৃষ্টি নিয়ে এসেছে একরাশ রোদন-অনুসঙ্গ।
কাব্যিকতা পালিয়েছে সুদূরে।
সৃষ্টি কর্তার কাছে শুধুই প্রার্থনা, আশু মুক্তির।
সঠিক সময়ের সঠিক অনুভুতি।
হালিমা আক্তার
আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
বৃষ্টি মানেই আনন্দ
বৃষ্টি মানেই যেন স্মৃতির সারি
কিন্তু এ বৃষ্টি এনে দিয়েছে শুধু স্বজনের আহাজারি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
যা মঙ্গল জনক তা ই আবার অমঙ্গল জনক।এটাই প্রকৃতির নিয়ম। শুভ কামনা রইলো।
সঞ্জয় কুমার
ছুটি থাকলে বৃষ্টির দিন ভালো লাগে।
পরিমিতভাবে এক পশলা বৃষ্টিতে সমস্যা নেই, বর্তমানের অতিবৃষ্টি আর বন্যা কিছু এলাকার মানুষের জন্য অতি দুঃশ্চিন্তার কারন
হালিমা আক্তার
হুম, ছুটির দিন হলে বৃষ্টি মন্দ নয়। এবার অতি বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ এনে দিয়েছে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সঞ্জয় কুমার
আপনার জন্যও অনেক শুভকামনা।