
মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!
তোমার তরেই বুক বেঁধে রয়
গুল বাগিচার কুল।
কালের চাকা বাতাস ঘুরে
চক্রাকারে পানি,
তোমায় যেচে বঙ্গের এ রূপ
রোজ গড়ে হাতছানি।
দেখে মেঘের ভালোবাসা
চুপটি বুনে সুখের বাসা
গায় সুরে বুলবুল –
মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!
ব্যাকুল আশায় নদ-নদী বয়
গায় আষাঢ়ে কোলা,
তোমায় পেতে মাঠ বুকে নেয়
সবুজ ক্ষেতের দোলা।
বৃক্ষরা দেয় আঁচল পাতি
জোনাক জ্বেলে সাঁঝের বাতি
কয় হয়ে মশগুল –
মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৪টি মন্তব্য
রিতু জাহান
বাহ!
চক্রাকার নিয়মনীতি প্রকৃতির চলছে আপন মনে।
মানুষ যদি ফুলের মতো নির্মল হতো!
সুন্দর লিখেছেন,,
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
সুন্দর গীতি কবিতা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
সুন্দর ছব্দের বহিঃপ্রকাশ।
এমন ফুলের দেখা আমারা পেতেই চাই।
বোরহানুল ইসলাম লিটন
মুগ্ধ হলাম।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
বন্যা লিপি
“মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!
তোমার তরেই বুক বেঁধে রয়
গুল বাগিচার কুল।”
ছন্দের সুন্দর কাব্য।
বোরহানুল ইসলাম লিটন
তৃপ্ত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
ছন্দের জাদুকর। আপনার প্রতি টি কবিতা দারুন ছন্দময়। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
আপনার লেখায় আধ্যাত্মিক মনের ছোয়া আছে, ভালো লাগে এই ব্যাপারটা।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
নার্গিস রশিদ
‘ বৃক্ষেরা দায় আঁচল পাতি , জনাক জ্বেলে সাঁঝের বাতি ‘ সুন্দর আর মায়াবী এক দৃশ্য চোখের সামনে ভেসে আসছে। শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।