চশমাওলা শয়তানের মহান বাণী-৩২:
সেদিন আমি মাতাল ছিলাম, বুঝতে পারিনি তুমি কতটা স্নিগ্ধ… কতটা বুক পোড়াতে পারো
চশমাওলা শয়তানের মহান বাণী-৩৩:
মন তোমাকে চেয়েছিল প্রেমে, শরীর তোমাকে চেয়েছিল আলিঙ্গনে… কামটাকে মন ভেবে, পরের টানে সাড়া দিলে
চশমাওলা শয়তানের মহান বাণী-৩৪:
জ্বি… কবি! যে গোপনে চুমু খায়, যাতায়াত করে… তারপর দীর্ঘশ্বাস ফেলে অভিশাপ টেনে বুক ভরে
চশমাওলা শয়তানের মহান বাণী-৩৫:
মদ কিংবা যৌনতা শিল্পের কতটা উন্নয়ন করে জানি না, তবে ইন্দ্রানী হালদারের প্রতি আমার বুক পোড়া গল্পটা বহুদিনের
চশমাওলা শয়তানের মহান বাণী-৩৬:
প্রতিটা সত্য, সত্যের মতো সুন্দর হয় না। আমার সত্য যেমন তোমাতে সুন্দর নয়
২টি মন্তব্য
নাজমুল আহসান
আপনি এইসব সুড়সুড়ি টাইপ কথাবার্তা ছাড়া অন্য কোনো টপিক খুঁজে পান না “সাহিত্য” চর্চার?
তির্থক আহসান রুবেল
এটা তো সাহিত্য না …. জীবনের গল্প। যে কথাগুলো সামনে আসে না কিন্তু লালিত হয়