আজ ২৯ মার্চ, শুধুমাত্র আমার জন্মদিন উপলক্ষেই দিনটি বিখ্যাত নয়
আজকের এই দিনে মঙ্গল পান্ডে গুলি চালিয়ে বৃটিশ বিরোধী সিপাহী বিপ্লবের সূচনা করেন। আজ জন্ম গ্রহণ করেন উপমহাদেশের বিশ্বমানের নাট্যকার ও অভিনেতা উৎপল দত্ত, জন্মগ্রহণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ শাফী ইমাম রুমী, জন্মগ্রহণ করেন সর্বশেষ জীবিত জার্মান ফিলোসফার জনাব তির্থক আহসান রুবেল এবং বাংলাদেশী চলচ্চিত্রের উদীয়মান তারকা সিয়াম আহমেদ।
সবার পক্ষ থেকে জনাবে আলা, কিংবদন্তী, দুই বাংলার শ্রেষ্ঠ কবি-সাহিত্যিক-গীতিকার-সুরকার-গায়ক-নাট্যকার-পরিচালক-কাহিনীকার-গালিবাজ-ব্যানখোর তির্থক আহসান রুবেলকে জন্মদিনের শুভেচ্ছা কারণ তিনি নিজেই পোস্ট দিয়েছেন
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
শুভ জন্মদিন রুবেল দা সব সময় ভাল থাকবেন
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ ভাই আমার। পথ সব সময় মসৃণ থাকুক।
মোঃ মজিবর রহমান
জন্মদিনের শুভেচ্ছা রুবেল ভাই।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ ভাইয়া
রোকসানা খন্দকার রুকু
অশেষ শুভকামনা ও শুভেচ্ছা রইলো।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ মহোদয়া
সাবিনা ইয়াসমিন
জন্মদিন এর আনন্দ দীর্ঘস্থায়ী হোক। জন্মদিন এর শুভেচ্ছা রইলো রুবেল ভাই। ভালো থাকুন, শুভ কামনা অবিরাম 🌹🌹
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ মহোদয়া
হালিমা আক্তার
জন্মদিনের শুভেচ্ছা রইলো। শুভ রাত্রি।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ মহোদয়া
নবকুমার দাস
চমৎকার। বিলম্বিত শুভ জন্মদিন। সার্থক সারকাজম।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ। অনেকগুলো পোস্ট একসাথে দেখার জন্য।