
রাষ্ট্র জানেনা তোমার-আমার প্রেমের গল্প, সমাজ জানেনা তোমার-আমার সঞ্চারিণী;
তবুও আমরা পথ চলেছি লোকালয় থেকে লোকালয়ে।
নাসার প্রাত্যহিক বুলেটিনে আমাদের প্রণয়ের খবর অপ্রকাশিত;
আমাজনের দাবানলে আমাদের প্রেমের বহ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে-
রামায়ণের পৌরাণিক গল্পে তোমার-আমার প্রেম নেই;
স্বপ্ন বুনে চলেছি মহাবিশ্ব ঘিরে,
সৌরজগতের বলয়ে তোমার-আমার প্রণয় ঘূর্ণায়মান,
আমাদের প্রেম এই শহরে বোহেমিয়ান সাদৃশ্য;
মহাপ্রলয়ের আমন্ত্রণে অনন্তর কাব্য রচেছি নিভৃতে।
প্রকৃতি বেঁধেছে জীবন-শাখে তোমার-আমার বসত-ভিটা;
একই রাগিনীতে সুর সেধেছি বাসনার দ্বীপপুঞ্জে।
ছবি-গুগল
১৬টি মন্তব্য
সঞ্জয় মালাকার
অসাধারণ দিদি,
অনেক দিন পর আপনার লেখা পড়লাম খুব ভালো লাগলো,
ভালো থাকবেন শুভ কামনা।
স্বপ্ন বুনে চলেছি মহাবিশ্ব ঘিরে,,
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। অভিনন্দন ও শুভকামনা প্রথম মন্তব্যের জন্য। অনেক অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে। কেমন আছেন? ভালো থাকুন নিরাপদে থাকুন
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপমার সমাহারে অপ্রকাশিত প্রেমের ইতিকথা।
নিঃসন্দেহে অতিশয় হৃদয়ছোঁয়া নিবেদন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা জানাই। শুভ সকাল
আলমগীর সরকার লিটন
প্রকৃতি বেঁধেছে জীবন-শাখে তোমার-আমার বসত-ভিটা;
একই রাগিনীতে সুর সেধেছি বাসনার দ্বীপপুঞ্জে। তবুও প্রণয় থাকলে একটা চাঁদ কিংবা সবুজ শ্যামল উঠন জুড়ে
ইচ্ছে হলেই গোপন সঙ্গী আর কত কি? চমৎকার লাগল কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর।
হালিমা আক্তার
প্রেম সেতো গোপন আলাপনে বন্দি, মহাবিশ্বের অনু কণাও জানবে না তার গতি বিধি।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার মন্তব্য দারুন লাগলো। শুভ সকাল
রোকসানা খন্দকার রুকু
সব দেখি নিভৃত্বেই মাখামাখি প্রেম হচ্ছে। হোক! চলুক এমন করেই।। শুভ কামনা প্রিয় কবি!!!
সুপর্ণা ফাল্গুনী
রম্য আপু অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পাশে থাকুন। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
খাদিজাতুল কুবরা
আমাদের প্রেমগুলো এভাবেই শিশিরকনার মত ক্ষনস্থায়ী!
হয়তো এমনই তার ধর্ম!
বড় প্রেম কাছে টানেনা দূরে ঠেলে দেয়।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। অফুরন্ত শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
আরে!! এভাবে হুট-ফুট করে শেষ করে দিলে তো হবে/হচ্ছে না।
এর পরেরটুকু কৈ!!
প্রেম এমুন কঠিন হলে কার সাধ্য তা প্রকাশে রাখে!!
এত্ত এত্ত দিন পর পর লিখলে তো হবে না!!
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পাশে থাকার জন্য। কিছুদিন লেখা থেকে বিরতি নিয়েছি। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
বিরতিকে এবার ক্ষমা করে দিন!
সৈকত দে
বস্তুতঃ রামায়ণ ইহা একটি কাহিনী,গল্প নয়।অসাধারণ লিখেছেন যা পড়ে আমরা সুন্দর করে স্বপ্ন সাজানোর সাহস পায়।