
প্রিয় নবীণা,
চার দেয়ালের সীমানা পেরিয়ে যত বার ই আকাশ দেখতে চাই, তত বার ই বিরূপ প্রভাবে সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে যায় আমার পৃথিবী । এতো নেতিবাচক তরঙে দোদুল্যমান আমার নিয়তি, তার হিসাব কষে শেষ করা যাবে না । তারপর ও আমি সম্ভাবনার আলো দেখি, প্রতিনিয়ত স্বপ্ন দেখি, সম্মুখে ছুটে চলি, অবিরাম, ক্লান্তিহীন ।
সময়ের স্রোতে বয়ে যায় এক বসন্ত থেকে আরেক বসন্ত । হাজারো গল্প, স্বপ্ন আর ভালবাসার স্মৃতিতে উর্বর হয় বুকের জমিন । কাছে পাওয়ার বাসনা, এক সাথে পথ চলার অভিপ্রায়, পাশে থাকার কামনা, এ নেহায়েত বৈরী স্রোতের আবহমান । ভালবাসার আলপনাতে তুলির আঁচড় জোটেনি, তাই বর্ণীল হয়ে উঠেনি ভালবাসার প্রান্তর । মেঘ শাবকের ধুসর রঙে ঢেকে আছে জীবনের নীল রঙ । প্রতি বসন্তে তুমি এসে দোল দিয়ে যাও দামাল হাওয়ার আবরণে । আমি ছুটে চলি, স্বপ্নভুক প্রাণে, দিগন্তের ঠিকানায়, সুতা কাঁটা ঘুড়ির ন্যায় । এভাবেই ক্রমাগত উত্থান হয়, ভিতর, বাহির, অন্তঃস্থল । ভাঙা গড়ার শিরোনামে স্তুপ জমে স্মৃতির করিডোরে । আহত হয় মন, ব্যহত হয় কর্ম পাড়া, নির্বাক হয় ছুটে চলার দৃষ্টি । দিন শেষে গোধূলি আসে, সন্ধ্যা হয়, আঁধার নামে চারপাশ জুড়ে । একাকীত্বের চার দেয়ালে নিজেকে আবিস্কার করি, প্রতি দিনের রোজনামচায় । আবার স্বপ্ন দেখি, কুঝজ্বটিকার প্রলেপ ভেদ করে সোনালী ভোরের ।
তোমার শহরে শীতের প্রকোপ একটু বেশিই বেড়েছে । গরম কাপড় আর গরম পানি সেবনে ভুল করিও না ।
তুমি ভাল থেকো, তাহলেই আমার পৃথিবী ভাল থাকিবে ।
আজ আর নয় ~~~
নিবেদনে
তোমার সেকুল ইসলাম
রচনা কাল ঃ ২৫/১২/২০২১
১২টি মন্তব্য
হালিমা আক্তার
চমৎকার চিঠি। সামনে বসন্তে নিশ্চয়ই নবীনা ধরা দিবে। ভেঙ্গে দিবে অপেক্ষার দেয়াল।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর চিঠি!
প্রকৃতির ছোঁয়ায় অতিশয় প্রাণবন্ত!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
মোঃ মজিবর রহমান
আশাহত হইনি নিরাশা উতরে আশুক চলে নিরন্তর আশায়।
কামরুল ইসলাম
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
সুন্দর চিঠির ভাবনা
কামরুল ইসলাম
ধন্যবাদ
মনির হোসেন মমি
তোমার শহরে শীতের প্রকোপ একটু বেশিই বেড়েছে । গরম কাপড় আর গরম পানি সেবনে ভুল করিও না ।
আহা কি সাজেসন।। খুব সুন্দর।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
আবেগ ভরা চিঠি। জয়তু ভালোবাসা
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু