ক্ষণিকের অতিথি

হালিমা আক্তার ১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ১২:৫৮:৩৬পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

ঝরে পড়া শিউলি ফুলে

নাই বা মালা গাঁথলে,

রাতের আঁধারে যে

ফুটেছিলো সংগোপনে।

 

মোহিত করেছিল আপন সুবাসে

তোমাতে আমাতে ক্ষণিকের তরে

দিয়েছিলো প্রাণ আপন ভুবনে।

 

হেসেছিলো মলয় জানালার ফাঁকে,

আকণ্ঠ মাদকতায় ডুবেছিল

বাঁশ বাগানের আধখানা চাঁদ।

 

ক্ষণিকের আয়ু তার

জাফরানি হাসিতে বেদনা লুকায়

শুভ্রতার ছোঁয়ায় হাসে ভোরের আকাশ।

 

ক্ষণিকের অতিথী হয়ে

বেঁধেছিলো মায়াডোরে ,

তাকে ভুলি কেমনে ।

৯৯৩জন ৮২৯জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ