
ঝরে পড়া শিউলি ফুলে
নাই বা মালা গাঁথলে,
রাতের আঁধারে যে
ফুটেছিলো সংগোপনে।
মোহিত করেছিল আপন সুবাসে
তোমাতে আমাতে ক্ষণিকের তরে
দিয়েছিলো প্রাণ আপন ভুবনে।
হেসেছিলো মলয় জানালার ফাঁকে,
আকণ্ঠ মাদকতায় ডুবেছিল
বাঁশ বাগানের আধখানা চাঁদ।
ক্ষণিকের আয়ু তার
জাফরানি হাসিতে বেদনা লুকায়
শুভ্রতার ছোঁয়ায় হাসে ভোরের আকাশ।
ক্ষণিকের অতিথী হয়ে
বেঁধেছিলো মায়াডোরে ,
তাকে ভুলি কেমনে ।
২১টি মন্তব্য
বন্যা লিপি
শিউলি ফোটেই ক্ষনিকের তরে… মোহে ভুলায়ে লুটায়ে পড়ে অন্ধকার ফিকে হবার আগেই…ঝরা ফুল কুড়াতেই যত সুখ।
হালিমা আক্তার
ক্ষণিকের তরে এসেও, রেখে যায় মোহমায়া। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা অবিরাম।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছোঁয়া কবি আপু শিউলি ফুলের শুভেচ্ছা রইল
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
শিউলি তুমিই ক্ষনিকে আসো, যাও ক্ষনিকেই
রেখে যাও অফুরন্ত সৃতি ভালোবাসার উপঢৌকন
সবুজ পাতার মাঝে সাদার উপর জ্বলন্ত হলুদাবর্ণেই
ছেঁইয়ে রাখ মানুষের মন প্রকৃতির লালাভা টোকেন।
অল্প ক্ষনিক হলেও জাগিয়ে যায় মননে
মোহিত মোহন স্ফুর্তি মানবাকাশে
জাগরিত ক্ষনে ক্ষনে মনে মনে জনে জনে
অফুরন্ত হৃদয় হরিয়া জেগে থাকে দুর্বার আকাশে।
সকাল হয় তোমার পানে যায়
না পেড়ে কুড়িয়ে নেয় জনে জনে
অভিবাদনের মাল্য তোমারই কল্যাণে পায়
হাতধরে যায় এগিয়ে প্রফুল্লবদনে।
হালিমা আক্তার
শিউলি নিয়ে চমৎকার কবিতা। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
অনন্য অর্ণব
সুন্দর কেন ক্ষণস্থায়ী হয় ? তবে দীর্ঘদিনের সহযাত্রাও কখনো কখনো বোরিং লাগে। তবে প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব এগুলো যতো দীর্ঘায়িত হয় ততই মঙ্গল। আপনার সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবন কামনায়।
হালিমা আক্তার
সুন্দরের স্বভাব এটি। ক্ষণিকের জন্য আসে। হয়তো বেশি সময়ের জন্য আসলে এর সৌন্দর্যের কদর কমে যাবে। শুভ কামনা রইলো।
কামাল উদ্দিন
চমৎকার লিখেছেন আপু, শিউলিরা ক্ষণিকের অতিথি হলে রূপ আর সুবাসে সত্যিই অনন্য……..শুভ রাত্রি।
হালিমা আক্তার
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
কিছু মুহূর্ত আছে ভুলা যায়না।
ভাললাগল।
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
শিউলি যতই ক্ষণিকের হোক, সে আমাদের বিলিয়ে অজস্র আনন্দ উপলক্ষ্য।
সুন্দর অনুভুতির ছোঁয়া লেখাটিতে।
হালিমা আক্তার
ক্ষণিকের বলেই তৃষ্ণা মিটে না। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা অবিরাম।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর সবসময় ক্ষনস্থায়ীই হয়।।। আর তাই আমরা মোহিত হই।। শুভ কামনা।
হালিমা আক্তার
ক্ষণস্থায়ী বলেই তার প্রতি আমরা আকৃষ্ট হই। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ছোট্ট কালে শিউলি কুড়াতে সবার আগে ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠতাম, ফ্রকের আঁচল ভরে নিয়ে আসতাম শিউলি। সেইসময়কার শিউলিতলার সৌন্দর্য আজো চোখে লেগে আছে। এখন তো বড় হয়ে আর বাইরে বের হতে সাহস পাইনা, আর আগের মতো তেমন বড় গাছ ও নেই। শুভ বিজয়া আপু
হালিমা আক্তার
সুন্দর মন্তব্যের ও চমৎকার স্মৃতি চারণ। আপনার প্রতিও রইলো শুভেচ্ছা ও শুভকামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভারী চমৎকার লেখা — “ক্ষণিকের অতিথী হয়ে
বেঁধেছিলো মায়াডোরে ,
তাকে ভুলি কেমনে” ।। শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইলো।