যেমন রাজা তেমন মন্ত্রী (রম্য)

বোরহানুল ইসলাম লিটন ৪ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ০৬:৪৩:৫৪পূর্বাহ্ন ছড়া ১৭ মন্তব্য

এক দেশের এক রাজা মনে
কষ্ট পেয়ে ঢের,
বললো কোথায় মন্ত্রী আপনি
উপায় করুণ বের!

ঘরে আমার তিনটি রাণী
নেইকো কোন কাজ,
তবু যেন চারদিকে রয়
ঝগড়া-ঝাটির সাজ।

সহ্য যে আর হয় না জ্বালা
ক্যামনে বাঁচাই মান!
মন্ত্রী শুনে বললো হুজুর
’কেটেই ফেলুন কান।’

আসবে না আর বিশ্রী আওয়াজ
যতোই মারুক লাথ,
আপনি দেখে বলবেন শুধু
বেশ বেশ কেয়াবাত।

শুনেই রাজা বললো খোশে
এই তো মাথার ধার!
এক্ষুণি নেন অস্ত্র হাতে
নইলে যাবে ঘাড়!

হুকুম পেয়ে মন্ত্রী রেড়ি
ভৃত্য বলে কি!
আজ অবধি রাজ তো মোদের
বিয়েই করেন নি!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৫৮৪জন ৪৩৩জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ